এয়ারলাইনস ক্লাব’র উদ্যোগে মল্লিক আহসান-কে সংবর্ধনা

এয়ারলাইনস ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যোগে বিমান বন্দর কনফারেন্স হলে সিলেট এয়ারপোট এডিশনাল এস পি ইমিগ্রেশন মল্লিক আহসান উদ্দিন আহমদ কে সোমবার দুপুরে বিদায় সংবর্ধনার দেওয়া হয়।
ক্লাব সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী ব্যক্তিত্ব মল্লিক আহসান উদ্দিন আহমদ,সাবেক সভাপতি রাগীব রহমান, সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী কোষাধ্যক্ষ তউসিফ ইসমাইল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক লাবনী দাশ, সৈয়দ ওয়ালীদ ইমাম, সাহিম আহমদ খান,
উপস্থিত ছিলেন মুজিবুর রহমান,সুহেল আহমদ,দিলওয়ার হোসেন,খালেদ মিয়া, নিতাই দাস, সালাউদ্দিন, কোরবান মিয়া, বাবুল মিয়া, দিলদার হোসেন, সাহান আহমদ, সুমন আহমদ, মন্নান আহমদ, সাহাবুদ্দিন প্রমুখ
বক্তারা বলেন, ‘ইমিগ্রেশন কে রোল মডেল করে বিদেশী যাএী ও পর্যটক কাছে স্বল্প সময়ে আস্হা অর্জন করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একজন দক্ষ কর্মকর্তাকে হারাচ্ছে।’ তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন সবাই।
মল্লিক আহসান উদ্দিন আহমদ কে ক্লাব পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়।