এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের কার্যকরী কমিটি গঠন

সিলেট এক্সপ্রেস ডেস্ক : সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে ধুপাগুল বাজারে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ফোরামের আহবায়ক সৈয়দ মসউদ রহমান মতিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের পরিচালনায় সভায় সকলের সর্বসম্মতিক্রমে সৈয়দ মসউদ রহমান মতিন কে সভাপতি ও মো. নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াংস্টার ক্লাবের সহ-সভাপতি এম ফখরুল ইসলাম সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন জিতু, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ইনাম উদ্দীন, ইরন শাহ্, ছালাউদ্দীন, আব্দুস শুক্কুর।