M- Force মুজিব বাহিনী আমেরিকা প্রধান নাজিম উদ্দিনকে সংবর্ধনা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯     আপডেট : ১ বছর আগে  
  

হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সর্ববৃহৎ অনলাইন M- Force মুজিব বাহিনী সিলেট মহানগর ইউনিটের উদ্যোগে M- Force মুজিব বাহিনী আমেরিকা প্রধান নাজিম উদ্দিনকে এক সংবর্ধনা প্রদান করা হয়। গত সোমবার বিকালে নগরীর শিবগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। সাথে মুজিবীয় শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামরান আনসারী। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন M – Force-এর মেন্টর আহমদ হাসনাইন,M- Force-এর এডমিন জিয়াউর রহমান জিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ আহমদ, আক্তার রিয়ান, মুকিদ আহমদ, রায়হান আহমদ, কামরান আহমদ, সফর উদ্দিন সৌরভ, পিংকু, জুম্মান, রাজু, মাহবুব, আব্দুল মতিন, টিপু, সোহেল, জামিল আহমদ, আমির, নাঈম, দৌলতজ্জামান, নিজাম আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে নাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন মুজিব বাহিনী সিলেট মহানগর ইউনিটের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঅধ্যাপক আসাদ্দর আলী ও কিছু স্মৃতি

মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী মৃত্যু...

ইসহাক কাজল এর নামাজে জানাজায় শরীক হওয়ার আহবান

মকিস মনসুর: আমার আত্তার আত্তীয়...

শাল্লা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন- বকুল সভাপতি সম্পাদক বিপ্লব

নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত...