এপিটাফে লিখে দিয়ো
প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০
আপডেট : ৮ মাস আগে

45 - 45Shares
জেনারুল ইসলাম :
জীবনের সরল পথে অরাজকতার দাবীতে হরতাল
উত্তাল বুকের জমিন অবরুদ্ধ আমার বিশুদ্ধ নিঃশ্বাস
আন্দোলনকারীর বেপরোয়া হামলায় ভাঙ্গে বিশ্বস্ত পাঁজর
গোলাবারুদের আঘাতে ঝলসে যায় আয়নার প্রতিচ্ছবি
বার্ণ ইউনিটে রাখা নড়েবড়ে প্রাণটা লড়ে যায় বাঁচতে
এ বাঁচা বেঁচে থাকার নয়; যন্ত্রণা থেকে মুক্তির আকুতি।
মুক্তির মিছিলে যোগ দেয় আহত আত্মা-
নিঃশর্ত মুক্তির দাবীতে করে আমরণ অনশন।
আমার ব্যথিত আত্মাটা একটু প্রশান্তির খোঁজে ছুটে যায়
পালাতে চায় পাঁজর নামক শিকলবন্দি কারাগার থেকে।
অসুখে ভরা চিত্তটা একাকার হতে চায় আকাশের তাঁরায়
মরে গিয়ে বাঁচতে চায় সৃষ্টিশীল আঙ্গুল আর কলমের ডগায়
ঘুণে ধরা আত্মাটা কানে কানে বলে,এপিটাফে লিখে দিয়ো-
” তোমার জন্যই বেঁচে ছিলাম,মরেছি তোমারই জন্যে…!”
জেনারুল ইসলাম
বংশীকুণ্ডা,ধরমপাশা
সুনামগঞ্জ,সিলেট।
45 - 45Shares