এত সহজে বেঁচে আসাটার কথা ছিল না

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ১৫ দিনের বিশ্রামে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর সায়া ১টার দিকে সিলেট থেকে বেসরকারি একটি বিমানে করে ঢাকার নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি।
এর আগে বেলা ১২টার দিকে শাবি ক্যাম্পাসের টিচার্স কোয়ার্টারের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন মুহম্মদ জাফর ইকবাল। এসময় জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক ও মেয়ে ইয়েশিম ইকবাল সঙ্গে ছিলেন।
বিমানবন্দরে যাবার আগে তিনি বাসার নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সবার কাছে বার্তার বিষয়ে জাফর ইকবাল বলেন, আমি যেটার মধ্য দিয়ে গিয়েছি, এত সহজে বেঁচে আসাটার কথা ছিল না। আমি নিশ্চিত যে অসংখ্য মানুষ আমার জন্য দোয়া করেছে এবং তাদের দোয়ার কারণে আমি বেঁচে গিয়েছি।
জাফর ইকবাল বলেন, আমি সবাইকে জানাচ্ছি- আমি ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমাকে নতুন একটা জীবন দেওয়া হলো, আমি সবাইকে বলবো ওরা যেন দোয়া করে যাতে আমি বাড়তি যে সময়টা পেয়েছি, এ সময়টাতে যেন আমি তাদের জন্য কিছু করতে পারি। আমাকে যেন খোদা সেই ক্ষমতা দেন। আমাদের দেশটা এত সুন্দর একটা দেশ। এত মানুষ তার জন্য প্রাণ দিয়েছে। ওরা দেশটাকে ভালোবাসুক, ওরা দেখবে যে দেশটাও ওদের ভালোবাসবে। কাজেই আমি সবাইকে বলি, এত সুন্দর একটা দেশ, তোমরা সবাই এই সুন্দর দেশটাকে ভালোবাসো।
জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন সমকালকে বলেন, স্যারকে বহনকারী বিমান দুপুর ২টার দিকে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। উনি ডাক্তারদের পরামর্শ মতো ১৫ দিনের বিশ্রামে যাচ্ছেন। বিশ্রামের দিনগুলো তিনি বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে ক্যাম্পাসে ফেরার দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।