এতো পাষাণ হিয়া
প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯
আপডেট : ২ বছর আগে

মিজানুর রহমান মিজান
এতো পাষাণ হিয়া
নিদয়া নিষ্ঠুর বন্ধুয়া
আছি কিন্তু তব সাথে জ্বলিয়া পুড়িয়া।।
গাছের সাথে বাকলের পিরিত
জলের সাথে মাছের পিরিত
বাঁচে না সঙ্গ ছাড়িয়া
তাইতো থাকে সঙ্গের সাথি হইয়া।।
প্রাণী বায়ু বন্ধুত্ব অটল
এক বিনা অন্য নিষ্ফল
সঙ্গ ছাড়া নহে সচল
এক দৃষ্টে তাকালে পাগল যায় বুঝিয়া।।
লাইন ছাড়া চলে না গাড়ি
ডানায় ভর করে যায় পাখি উড়ি
লাটাই ছাড়া হয় না ঘুড়ি
আলো ছাড়া আঁধার স্থায়ী যেত হইয়া।