এক মাসের মধ্যে সহকারী শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্নের সিদ্ধান্ত

সিলেট এক্সপ্রেস ডেস্ক গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গোলাপগঞ্জ টিচার্স ক্লাবের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত। উপজেলা শাখার সভাপতি জনাব হানিফ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ বুরহান আহমদ, সহ সভাপতি বাবু অধির রাম বিশ্বাস, সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শিবলু, বাপসা সমিতির সিলেট জেলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাহিদুল ইসলাম খাঁন, বাদেপাশা ইউনিয়ন শাখার সভাপতি জনাব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, শিক্ষক নেতা আতিকুল হক, সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক নেতা মোঃ শরীফ উদ্দিন, মুহিবুর রহমান, অলক মালাকার, মাকসুদ উল করিম প্রমুখ।
সভায় আগামী কাউন্সিল পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়,
১। প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ বুরহান উদ্দিন
২। সদস্য জনাব জাফর ইকবাল – সদস্য
৩। সদস্য রসেন্দ্র কুমার – সদস্য
৪। সদস্য অধির রাম বিশ্বাস- সদস্য
৫। সদস্য মাহবুবুর রহমান শিবলু।
উক্ত কমিশন আগামী ১মাসের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট দাখিল করার সিদ্ধান্ত হয়।