এক খন্ড বাংলাদেশ
প্রকাশিত : ১৭ মার্চ, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

ফৌজিয়া লীনা:
মুজিব মানে পরাধীনতার শিকল ভাঙ্গার চুক্তি,
মুজিব মানে স্বাধীনতা লাখো জনতার মুক্তি।
মুজিব মানে সংগ্রামী সুর চেতনাত্মক গান,
মুজিব মানে কারারুদ্ধ মনে দেশের তরে টান।
মুজিব মানে সাত মার্চে ভাষণ মিছিলের প্রেরণা
মুজিব মানে বাঙালির তরে স্বাধীনতার ঘোষনা।
মুজিব মানে ১৫ই আগষ্টের রক্তক্ষয়ী রাত্রি,
মুজিব মানে নিষ্পাপ শিশু অকাল প্রয়াণের যাত্রী।
মুজিব মানে দেশের তরে বিলিয়ে দেয়া প্রাণ,
মুজিব মানে স্বাধীন দেশে বীর হাসি অম্লান।
মুজিব মানে বাঙালির গর্ব লাল সবুজ পতাকা
মুজিব মানে কোটি প্রাণে মানচিত্র আঁকা।
মুজিব মানে অনুপ্রেরণা ভালোবাসা অশেষ,
মুজিব মানে পৃথিবীর বুকে এক খন্ড বাংলাদেশ।