ঋতুচক্র পূজারী হই
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

বদরুজ্জামান জামান:
.
তুমি যতই সাজাও উদ্যত বুকে পূর্ণিমা রাত্রিকে
স্মৃতিকথা আন্দোলিত বুকে কালবৈশাখী ধেয়ে আসবেই।
ম্রিয়মাণ আলো জ্বেলে যতই খোঁজ হারানো আলোয়ান
রৌদ্র খরা উষ্ণ খরতাপ স্রোতে ভাসবেই।
.
আমৃত্যু আকড়ে ধরার চেষ্টায় বহমান সময়কে বললাম –
একটু থামো , থামাও তোমার ঋতু ষড়যন্ত্র,
থামাও তোমার সকাল দুপুর সন্ধ্যা।
আমি জীবণ বৈচিত্র্যের সন্ধানে সময় বৈচিত্র্য বিরাগি।
.
নদীতে যৌবনের ঢেউ উঠে কিংবা মরা নদীতে চর জাগে
বৈচিত্র্য অভিধাজ্ঞানে আমরাই শতরূপা উপাধিতে ঋতুচক্র পূজারী হই।
অপেক্ষার প্রহর শেষে কালবৈশাখী নৃত্যোৎসব তখন
আমাদের চিত্ত তুষ্টির কতখানি খোরাক যোগাতে পারে?