ইস্টবারী কমিউনিটি এসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

সিলেট এক্সপ্রেস ডেস্ক: বার্কিং এর ইস্টবারী কমিউনিটি এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে সোমবার হেজকক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যাক মানুষ অংশ নেন। সংগঠনের সভাপতি হাফিজ সেলিমের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন শাহিনের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত কাউন্সিলার সদরুজ্জামান খান, কাউন্সিলার ফয়জুর রহমান ও কাউন্সিলার ফারাজ শওকত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্টবারী কমিউনিটি এসোসিয়েশনের সাবেক সভাপতি আফরাজ মিয়া, সাবেক ট্রেজারার শাহজাহান মিয়া, বর্তমান ট্রেজারার আফসারুল ইসলাম আফসার, এসেক্স ইসলামিক একাডেমীর চেয়ার নজরুল ইসলাম, সেক্রেটারী শাহজাদ রহিম, হেজকক কমিউনিটি সেন্টারের চেয়ার ইউসুফ খান, লেফলি স্পোর্টস ক্লাবের চেয়ার মুহাম্মদ আলী, জগন্নাথপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ার সালেহ আহমদ আলফু ওকমিউনিটি ডেভোলাপমেন্ট এসোসিয়েশন বার্কিং এর চেয়ার শাহ সাইদুর রহমান।
ইস্টবারী কমিউনিটি এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ার মিজানুর রহমান, আব্দুল বাসিত, হারুনুর রশীদ, জালাল উদ্দিন, আনোয়ার মিয়া ও মুনায়েম খান।
বক্তারা ইস্টবারী কমিউনিটি এসোসিয়েশনের বিভিন্ন জনহিতকর কাজের ভূয়সী প্রসংসা করেন এবং ভবিষ্যতে কমিউনিটির কল্যানে নেওয়া যে কোন পদক্ষেপ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।