ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার জরুরী বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯
আপডেট : ১ বছর আগে

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টায় মহাজনপট্টি বন্দরবাজারস্থ কার্যালয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতী মুহাম্মাদ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব এর পরিচালনায় জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনের সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরফ উদ্দিন খান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ নাঈম আহমদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মো.শাহিন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কামাল হুসাইন, মানবাধিকার সম্পাদক আনোয়ার হুসাইন, উপ-সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান প্রমুখ।