ইসলামী যুব আন্দোলন মোগলাবাজার থানার যুব সম্মেলন অনুষ্ঠিত

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার আওতাধীন মোগলাবাজার থানা শাখার উদ্যোগে যুব সম্মেলন শুক্রবার (১৪ জুন) বাদ মাগরিব সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন মোগলাবাজার থানার সদস্য দিলোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানার সভাপতি মাওলানা খাব্বাব, সেক্রেটারী মো. সেলিম, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুর আহমদ নোমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হায়দার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. নাঈম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
যুব সম্মেলনে ইসলামী যুব আন্দোলন মোগলাবাজার থানা শাখার ২০১৯-২১ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত হলেন সভাপতি মাওলানা দিলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জুনাইদ আহমদ জুম্মাদ।