ইলিশ- নাজমুল ইসলাম মকবুল
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০
আপডেট : ৬ মাস আগে

3 - 3Shares
সিলেট এক্সপ্রেস
ডাকের কথা জ্ঞানীর কথা
ছেলেবেলায় শুনছি বহুত
আজও শুনছি সবার কাছে।
হয়তো আরো শুনতে হবে
সে কথাটি বলছি তবে
বাঙ্গালী যে ভাতে মাছে।।
বাংলাদেশের কৃষক শ্রমিক
তাতী মজুর মধ্যবিত্ত
মাছ বাজারে যেতেন যখন।
অল্প পয়সায় পাওয়া যেতো
মজা করে সবাই খেতো
গরিবের মাছ ইলিশ তখন।।
বর্তমানে জাতীয় এ মাছ
ইলিশ যেন সোনার হরিণ
ধনির এবং পয়সাওয়ালার।
গরিব এবং আধা গরিব
আঙুল চুষে চোখও মুছে
মন চায় আবার ইলিশ খাওয়ার।।
3 - 3Shares