ইমানদারী ও আমানতদারী রক্ষা করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবনে সফলতা সম্ভব হাব-সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কেন্দ্রীয় সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেছেন হজ্জ সেবা খাত ইমানদারী ও আমানতদারী রক্ষা করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবনে সফলতা সম্ভব। হাব সদস্যরা হজ্জযাত্রীদের স্বাচ্ছন্দ ও নিরাপদ যাত্রার ব্যবস্থা করে ২০১৯ সালে যে প্রশংসা লাভ করেছে তা অব্যাহত রেখে আগামীতেও অসম অনৈতিক প্রতিযোগীতা নাকরে হজ্জযাত্রীদের সেবা প্রদান ও কর্মমুখর হয়ে বেশী বেশী শৃংখলা আনয়ন করে নিজেরা লাভবান হওয়ার আহবান জানান।
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-সিলেট অঞ্চল আয়োজিত ২০১৯ সালের হজ্জ পরবর্তী ও ২০২০ সালে হজ্জে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শনিবার দুপুরে নগরীর মীরাবাজারে এক অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাব কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্জ ফারুক আহমদ সরদার ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি । হাব সিলেট অঞ্চল সদস্য গিয়াস উদ্দিন আমজাদ এর পরিচালনায় অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যানআব্দুল জব্বার জলিল, হাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান মনসুর আলী খান, হাব এর কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাহমুদুল হক পিয়ারু, হাব সিলেট অঞ্চলের সহ সভাপতি এস এম ইব্রাহীম,গিয়াস উদ্দিন,সাধারন সম্পাদক জহিরুল কবির চৌধুরী শিরু, সদস্য এম এ বারী, ইসি সদস্য আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবুল, সাবেক সাধারন সম্পাদক এম এ হক, খন্টদকার ইশরার আহমদ রকি,জুনায়েদ আলী রাব্বানী প্রমূখ। মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. কবির আহমদ দোয়া পরিচালনা করেন খাজা মঈনুদ্দীন আহমদ জালালাবাদী।