ইচ্ছাশক্তি’র খাবার সামগ্রী ও ঈদ পোশাক বিতরণ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছাশক্তির উদ্যোগে খাবার সামগ্রী ও শিশুদের ঈদের পোশাক দেয়া সম্পন্ন।
মঙ্গলবার বিকাল দুই ঘটিকায় নগরীর ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবিধবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের জামা ও সেমাই, দুধ, চিনি, ময়দা প্রভৃতি খাবার সামগ্রী তুলে দেয়া হয়।
পরে দক্ষিণ সুরমাস্থ বাবনা পয়েন্টের পাশে একটি বস্তিতে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও হালাকা শাখার সভাপতি, বৃহত্তর সিলেট জেদ্দা আওয়ামী পরিবার সহ-সভাপতি, সিলেট মহানগর ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা জসীম উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইয়াসিন সুমন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন বর্তমান তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড। তরুণরাই আগামীর সোনার বাংলাদেশ নির্মাণ করবে।
এছাড়াও ইচ্ছাশক্তির সভাপতি ইমরান ইমন, সাধারণ সম্পাদক হোসাইন জাকির, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, কোষাধ্যক্ষ মুবিন আহমেদ, সিনিয়র সদস্য মিথুন রায় চৌধুরী, সদস্য রাকিব আহমেদ, ফখরুল ইসলাম, সাজ্জাদ হোসেন সোহাগ, অর্ণিশ দত্ত বিশাল, ইমরান হোসেন, শরিফ আহমেদ, তুহিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।