ইউরোপে যাওয়ার পথে ঠান্ডাজনিত কারনে ছাতকের দু’প্রবাসী যুবকের মৃত্যু
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২১
আপডেট : ১ বছর আগে

সেলিম মাহবুব::-ইউরোপের ইতালীতে যাওয়ার পথে অতিরিক্ত ঠান্ডাজনিত কারনে ছাতকের রিহান আহমদ(২৪) ও রাজু আহমদ(২২) নামের দু’প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার তারা বসনিয়া থেকে ইতালী যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় পৌছলে সেখানে নিম্ম তাপমাত্রায় তাদের মৃত্যু ঘটে। রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ আহমদের পুত্র এবং রাজু আহমদ উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের আলহাজ্ব মাসুক মিয়ার পুত্র। তাদের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে পাইগাঁও এবং সেওতরপাড়া গ্রামে শোকে ছায়া নেমে আসে।