আ.ফ.ম কামালের ইন্তেকালে মহানগর জামায়াতের শোক
প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, সিলেট পৌরসভার দুই বারের সাবেক চেয়ারম্যান এডভোকেট আ.ফ.ম কামালের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রবিবার এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন- সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট আ.ফ.ম কামালের ইন্তেকালে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য রাজনীতিবিদকে হারালো। যা সহজে পূরন হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন । আমীন।