আহমদপুর প্রবাসী ঐক্য এর উদ্যোগে জার্সি উন্মোচন
প্রকাশিত : ১৬ জানুয়ারি, ২০২১
আপডেট : ২ মাস আগে

1 - 1Share
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী আহমদপুর প্রবাসী ঐক্যএর উদ্যোগে তেতলী ইউনিয়ন ক্রিকেট প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী আহমদপুর রয়্লেস দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান গত (১৫) জানুয়ারি শুএবার বিকালে অনুষ্ঠিত হয়।
মুরব্বী নজির আহমদের সভাপতিত্বতে ও ক্রিকেটার মুকিদ আহমদ এর পরিচালনায়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক এমরান হোসেন ঝুনু, সমাজসেবী আব্দুর শহিদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার,ক্রীড়ানুরাগী আব্দুল হক।
এসময় উপস্থিত ছিলেন আহমদপুর রয়েলস্ দলের টিম ম্যানেজার রাজা মিয়া,আতিক মিয়া ছিলেন নিয়াজ মিয়া,জসিম মিয়া প্রমুখ।
1 - 1Share