আলিয়ার মাঠে খাদিমুল কোরআন পরিষদের ৩ দিনব্যাপী মাহফিল
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : খাদিমুল কোরআন পরিষদ সিলেট এর উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল (২৮ ফেব্রুয়ারি) থেকে সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। প্রত্যহ বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করবেন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জীসহ দেশ বরণ্য উলামায়ে কেরামগন। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য পরিষদের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।