আরামবাগ থেকে চার মাদক বিক্রেতা আটক

3 - 3Shares
নগরীর আরামবাগের ৩ নম্বর রোডের একটি বাসা থেকে চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর স্পেশাল কোম্পানীর একটি অভিযানিক দল। এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫৬০পিস ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৫হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন- ওই বাসার বাসিন্দা জেলার বিয়ানীবাজারের লাশাইতলার মৃত শিফার আলীর ছেলে রুয়েল আহমদ রুবেল (৩৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুরের রনশ্রী গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে হিরু মিয়া (২৮), ধর্মপাশা থানার রাজাপুরের মিরাজ আলীর ছেলে লায়েক (২৫) ও সিলেট নগরীর আখালিয়া নতুন বাজারের মৃত আবদুল জলিলের ছেলে এনাম উদ্দিন (২০)।
উদ্ধারকৃত আলামতসহ তাদের চারজনকে নগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
3 - 3Shares