আব্দুল মুহিত দিদার অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত

561 - 561Shares
নিজস্ব প্রতিবেদক :-জনপ্রিয় অনলাইন সিলেট এক্সপ্রেস এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মুহিত দিদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে, সিলেট জেলা পরিষদের সদস্য ও রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশের ডেপুটি গর্ভণর মতিউর রহমান মতি, ও সিফডিয়ার চেয়ারম্যান অধ্যপক শেখ আব্দুর রশিদ, অভিনন্দন বার্তায় তার বলেন, আব্দুল মুহিত দিদারের নেতৃত্বে অনলাইন প্রেস ক্লাব আরো এগিয়ে যাবে। আব্দুল মুহিত দিদার রোটারি ক্লাব সিলেট সাউথের প্রেসিডেন্ট, গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইন ফর মেশন এন্ড ম্যাস মিডিয়ার সিফডিয়ার নির্বাহী পরিচালক দায়িত্ব পালন করছেন ।
অনলাইন জানালিষ্ট এসোসিয়েশ সিলেট (অজাস) প্রেসিডেন্ট, কৈতর প্রকাশন এর প্রকাশক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও ডায়াবেটিক সমিতি লাইফ মেম্বার ।
561 - 561Shares