আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মসূচী
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মসূচী ঘোষনা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সকাল ১০টায় মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পন।
উক্ত কর্মসূচীতে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দকে কলেজ প্রাঙ্গনে সকাল ৮টায় উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানী ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন।