আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) ছড়ারপাড়স্থ সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাইফুল আলম খান কয়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড বিজয় কুমার দেব বুলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। আলোচনা সভায় ডা. শিপলু বলেন একুশ আমাদের অহংকার ও ভাষা শহীদগন আমাদের অনুভূতিতে চির জাগ্রত। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সশস্ত্র মুক্তি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি।
এসময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ সভাপতি এম এ মতিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, কানু লাল, মুশফিক রুশো, আব্দুল গফফার মিন্টু, আব্দুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদ আহমদ, ওয়ার্ড ছাত্র লীগ সাধারণ সম্পাদক আরাফাত আহমদ প্রমুখ।