আধুনিক ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন কাউন্সিলর প্রার্থী রুহিন

4 - 4Shares
আসন্ন পৌরসভা নির্বাচনে গোলাপগঞ্জ পৌরসভায় ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন কাউন্সিলর রুহিন আহমদ খান। বুধবার তিনি ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের আবারো সমর্থন ও দোয়া কামনা করেন। তিনি জানান, গত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং আমি তা যথাযথা পালনে সচেষ্ট ছিলাম। এ কারনেই আমি আবারো আপনাদের দরজায় হাজির হয়েছি। আপনাদের কাছে ভোট প্রাথনণা করছি। ইনশআল্লাহ আপনারা আমাকে আবারো বিজয়ী করলে ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিণত করবো।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনা মিয়া, আজিব আলী, লিয়াকত আলী, জাকারিয়া আহমদ, আনিস রহমান সানি, রোমেল আহমদ, সুহেদ আহমদ, জাহিদুল ইকসলাম রেদওয়ান, আব্দুল কুদ্দুস প্রমুখ।
4 - 4Shares