আদালত থেকে পালিয়ে যাওয়া আসমী গ্রেপ্তার
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক : মৌলভীবাজার আদালত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামী আয়াত আলী (২৭) কে -১২ দিন পর আটক করেছে মৌলভীবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) দুপুর ১টায় শহরের এম সাইফুর রহমান রোড থেকে তাকে আটক করা হয়। আয়াত আলী শহরের বলিয়ারবাগ এলাকার মৃত সাদিক মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহম্মদ জানান, আয়াত জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিল সে গত ৮ ফেব্রুয়ারি আদালত থেকে পালিয়ে যায়। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এম সাইফুর রহমান রোড থেকে তাকে আটক করা হয়।