আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ব্রাক্ষণবাড়ীয়া জেলা কমিটি পুনর্গঠন

সিলেট এক্সপ্রেস ডেস্ক ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট জেলা ও মহানগরীর কাউন্সিল অনুষ্ঠান আজ ১৪ডিসেম্বর সোমবার বাদ মাগরিব থেকে জামিয়া ইসলামিয়া দারুল কোরআন উচালিয়াপাড়া মাদরাসায় শায়খুল হাদীস আল্লামা শামসুল হক সরাইলী দা.বা.-এর সভাপতিত্বে ও মাও. মঈনুল ইসলাম খন্দকার, মুফতি এরশাদুল ইসলাম কাসেমীর যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হা.মাওলানা ওলীউর রহমান বর্ণভী,কেন্দ্রীয় নায়েবে নাযিম হা.মাও.সা’দ আহমদ আমিন বর্ণভী, কেন্দ্রীয় নাযিমে নশর মাও.শাব্বীর আহমদ ফতেহপুরী ও মুফতি জাকারিয়া জাকির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী হরষপুরী, শায়খুল হাদীস মুফতি বুরহান উদ্দিন কাসেমী, শায়খুল হাদিস আব্দুল কুদ্দুস সাহেব, মাও.ওবায়দুল্লাহ মাদানী, মাও.আলীআযম,শায়খ মাও.আব্দুল মতিন,মাও. আব্দুল মতিন,মাও.মতিউর রহমান মাও.লুৎফর রহমান,হা.মাও. আবুল কাসিম মাও. জহীরুল ইসলাম,মাও. ফরীদ উদ্দিন আজিজী, মুফতি কাউসার আহমদ বিজয়নগরী মাও,এরশাদুল ইসলাম,মাও.মুজাহিদুল ইসলাম. মুফতি আব্দুল আলিম,মাও.উসমান গনি,আলহাজ নাফেউল হক চৌধুরী,মুফতি ফয়যুল্লাহ আরকামী।
শায়খুল হাদিস আল্লামা শায়খ মুফতি শামসুল হক সরাইলী দা.বা.( শিক্ষাসচিব জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষনবাড়িয়া) কে জেলা আমির (সভাপতি) এবং আল্লামা শায়খ জহীরুল ইসলাম (মুতামিম উচালিয়া পাড়া মাদরাসা) কে জেলা নাযিম (সেক্রেটারি) করে বি-বাড়িয়া জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
আমীরে আঞ্জুমান এর বিশেষ নসীহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।