আজ প্রথম বিপুল সিংহ আন্ত: মনিপুরী ফুটসাল টুর্ণামেন্ট ২০২১ -এর গ্রান্ড ফাইনাল
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১
আপডেট : ৭ মাস আগে

শুক্রবার (৮ অক্টোবর ২০২১ খ্রি.) প্রথম বিপুল সিংহ আন্ত: মনিপুরী ফুটসাল টুর্ণামেন্ট ২০২১ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগরের দক্ষিন সুরমার টেকনিক্যাল রোডস্থ স্পোর্টস হেভেন ইনডোরে বিকেল ৪ টায় ‘লামাবাজার মনিপুরী পাড়া’ আয়োজিত টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রথম বিপুল সিংহ আন্ত: মনিপুরী ফুটসাল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনালে শক্তিশালী ফুটবল দল ‘লামাবাজার সেভেন’ মুখোমুখি হবে বনাম টুর্নামেন্টের আরেক শিরোপা প্রত্যাশী ‘শিবগঞ্জ রেড’।
আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।