আজমিরীগঞ্জে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. মতিউর রহমান খান
প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০
আপডেট : ৭ মাস আগে

51 - 51Shares
মখলিছ মিয়া : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. মতিউর রহমান খান। গত ৫ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের এনডিসি মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজমিরীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে মো. মতিউর রহমান খানকে পদায়ন করেন। ইতিপূর্বে তিনি সহকারি কমিশনার (ভূমি) হিসাবে সুনামের সহিত বানিয়াচংয়ের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।সেখানেও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলের সহযোগিতায় আজমিরীগঞ্জ উপজেলার জন্য কাজ করে যেতে চাই।
51 - 51Shares