অমানুষ
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮
আপডেট : ২ বছর আগে

দেলোয়ার হোসেন দিলু:
বা্ইরে কিছু যায় না বুঝা
জিলাপির প্যাচ অন্দরে
একটু যদি করতে যাচাই
তুমি কত মন্দ রে ।
কথায় কথায় মিথ্যা বলো
মানুষ ঠকাও নিত্য যে
আখেরাতের ভয় কি রে নাই
কাঁপে না তোর চিত্য যে ।
অধর্মকে করলে পুঁজি
তোমার দুটো হস্ত কে
খোদার শাণে ব্যয় করো না
মেধা এবং মস্তকে ।
ভিন দেশীদের তাবেদারী
বাঁধে না তোর বিবেকে
করলে ক্ষতি নিজে নিজের
সে দায়িত্ব নিবে কে ।
তোর যাতনায় কষ্ট পেয়ে
ভুক্ত ভোগি ধুম কাঁদে
অলিক স্বপ্নে গাঁ ভাসালে
অন্ধ বোধের উম্মাদে ।
রক্ত মাংসের মানুষ হয়ে
পট্রি বেঁধে রাখিস চোখ
সত্যটাকে মিথ্যা বলে
জীবন নিয়ে করিস জোক ।