অনলাইন প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শনে বিএনপি নেতা এমদাদ চৌধুরী
প্রকাশিত : ২৩ জানুয়ারি, ২০২১
আপডেট : ১ মাস আগে

সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। শনিবার বিকেলে অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে নির্বাচন পরিদর্শন করেন, প্রার্থী ও ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচন কমিশনারদের সাথে কুশলাদি বিনিময় করেন। নিবার্চনের সুন্দর পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
এসনময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, বিএনপি নেতা আব্দুস সাত্তার আমীন, উজ্জল রঞ্জন চন্দ, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।