অধিকার প্রতিষ্টায় ঐক্যবদ্ধ হোন

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় খাদিম চা বাগানে এক কর্মীসভা অনুষ্টিত হয়। এর আগে তারাপুর চা বাগান, মোমিনছড়া চা বাগানে পৃথক কর্মীসভা অনুষ্টিত হয়।
পৃথক পৃথক কর্মীসভায় বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের জেলা উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডাশনের লক্ষিন্দর গোয়ালা, মুক্তা চ্যাটার্জি, জামাল মিয়া, মাসুক আহমদ, রতœা বশাক, রহিমা বেগম, সুরঞ্জিত মোধি, নরেন দাশ, ছাত্র ফ্রন্ট নেতা সঞ্জয শর্মা, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামি প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, সারাদেশে শ্রমজীবী মানুষ আজ সংকঠের মধ্যে দিনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের কাজ নেই। কাজ থাকলে ন্যায্য মজুরি নেই। পে-স্কেল অনুযায়ী জাতীয় ন্যুনতম মজুরি ১৮ হাজার টাকা ও চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শত করার দাবি সরকার উপেক্ষা করে চলছে। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্টায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।