অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ীদের অত্যাবশ্যকীয় পণ্যের ডিলিং লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২০ইং পর্যন্ত বর্ধিত করেছে জেলা প্রশাসন। ডিলিং লাইসেন্সধারীগণকে তাদের স্ব-স্ব লাইসেন্স ২০২০-২০২১ সনের নবায়নের জন্য নির্ধারিত ফরম পূরণ করে নিজ স্বাক্ষর সহ মূল লাইসেন্স সংযুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। নবায়নের জন্য জমাকৃত লাইসেন্স ফি চালানের মূল কপি ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে অবশ্যই পাশ করিয়ে নিতে হবে। চালান পাশ ব্যতীত কোন নবায়ন ফি জমা হলে তা গ্রহণযোগ্য হবে না মর্মে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে। ব্যবসায়ীগণকে তাদের ডিলিং লাইসেন্স নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের জন্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।