অতৃপ্ত অনুভূতি

574 - 574Shares
মোঃ রাহাত খান :
আমি অবহেলিতের নির্লিপ্ত কণ্ঠস্বর বলছি।
আমি বলছি এক যোদ্ধার পা-হীন পঙ্গুত্ব।
আমি বলছি রেললাইনের পাশে শুয়ে থাকা এক নিগৃহীত বালকের কণ্ঠস্বর।
আমি অসহায়ত্ব কথা বলছি কোন এক অজানা অচেনা অসহায় নারীর।
আমি তোদের বলছি হে কাপুরুষের দল!
দুর্বলের উপরে আর কত চলবে তোদের এই তুচ্ছ বাহুবল?
কখনো দেখেছিস কি, জোনাকির মিটিমিটি আলো?
অনুভব করেছিস কখনো, টিনের চালের উপর উপরে রিনিঝিনি বৃষ্টির মাতোয়ারা?
সমুদ্রের বুক থেকে ছুটে আশা নির্ভেজাল বায়ুর প্রস্রবন লেগেছে কি কখনো তোদের গায়ে?
অনুভব করার শক্তি কি আছে তোদের ঐ পাহাড়ের অতলটা?
তোরা নিচ, তোরা ঘৃণ্য, তোদের জন্মই যে আজন্মা পাপ!
হে প্রভু! মানুষ হবার ক্ষমতা দাও আজি এই মানুষরূপী নর পিচাশরে।
হে দয়াময়! তুমি তো ওপার লীলার মালিক।
গলিত দুর্গন্ধ হতে জীবের সঞ্চার তুমিই কর।
মৃত কে কর জীবিত, আর জীবিত কর দুর্গন্ধ লাশ।
তোমারে বুঝিবার শক্তি আজি দাও তোমার মনুষ্য জাতিকে।
সহকারী অধ্যাপক, সিটি বিশ্ববিদ্যালয়
574 - 574Shares